বৃহস্পতিবার বিদেশি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ব্রিফিং করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন।

ইসি জানায়, ব্রিফিং আয়োজন করার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধির সাথে মাননীয় কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবেন।

নির্দেশনায় কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।

বিজ্ঞাপন

২৮ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৭০ প্রার্থী অংশগ্রহণে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।