আচরণবিধি লঙ্ঘন, অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে তলব

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হামিদুল আলম মিলনকে স্বশরিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বগুড়া-১ (সায়িয়াকান্দি-সোনাাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। কর্মস্থল থেকে ছুটি নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তবলা মার্কার প্রার্থী লিপির পক্ষে প্রচারণা চালানোয় তাকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি)আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এই নোটিশ জারী করা হয়।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসাবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। চাকরি থেকে একমাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রী শাহাজাদী আলম লিপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়াও আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যস্ত করে রেখেছেন। নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত আসাদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থির আচরণবিধি-২০০৮ এর ১৪ (১) (২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে বলা হয়, এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তা ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব/ ব্যাখ্যা দাখিলের নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে জানার জন্য অতিরিক্তি ডিআইজি হামিদুল আলম মিলনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করে সাড়া দেননি।