ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ এমপি আদেলের বিরুদ্ধে
ভোট এলো, এলো ভোটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ- সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগ ওঠেছে।
তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুরের বোতলাগাড়ী, চওড়া বাজার, সেপাইগঞ্জের পথসভায় এ ঘটনা ঘটে। এ সময় দেখা যায়, তিনি রাস্তায় গাড়ি থেকে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে টাকা দিচ্ছেন। ভোটাররা হাসি মুখে টাকা গ্রহণ করছেন। তিনি মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে টাকা দেয়।
নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোন প্রার্থী কিংবা তার পক্ষে কেউ নির্বাচন পূর্ব সময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাদা বা অনুদান প্রদান করতে পারবেন না। কিন্তু তিনি নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে প্রকাশ্য ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন।
সেপাইগঞ্জ এলাকার শাহনাজ বেগম বলেন, আমাদের এমপি ১ হাজার টাকা দিছে। আর তিনি তার পক্ষে ভোট চেয়েছেন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলকে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রকাশ্য টাকা দিয়ে থাকলে এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন অনুসন্ধান কমিটিতে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।