৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় আনছে ‘নগদ’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে নগদ

৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে নগদ

বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ ও মোবাইল ফোন অপারেটর রবি ৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের ইতিহাসে আর্থিক অন্তর্ভুক্তির একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি হলো।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘নগদ’ ও রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকেরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিন সেট করে ১০ সেকেন্ডেই ‘নগদ’-এর গ্রাহক হয়ে যেতে পারবেন। রেজিস্ট্রেশনের তিনদিনের (৭২ ঘণ্টা) মধ্যে যেকোনো পরিমাণ টাকা ক্যাশ ইন করে ‘নগদ’-এর অফিসিয়াল ফেসবুক পেজে নির্দ্দিষ্ট মন্তব্যের ঘরে মন্তব্য করে গ্রাহক লাখপতি হয়ে যেতে পারেন। এ ছাড়া নিশ্চিত ২৫ টাকা তো থাকছেই।

রবি ও এয়ারটেলের গ্রাহকেরা ইউএসএসডি (*১৬৭#) অথবা অ্যাপের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মুহূর্তে পিন নম্বর সেট করে ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের কারণে ‘লাখপতি’ উদ্যোগটির ৫ শতাংশ টাকা করোনাভাইরাস মোকাবিলায় ‘নগদ’-এর সামাজিক উদ্যোগের (‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’) আওতায় ব্যয় করা হবে।

এ ছাড়া রবি ও এয়ারটেল গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। পাশাপাশি নতুন রেজিস্ট্রেশন করা রবি ও এয়ারটেল গ্রাহকেরা মোবাইল রিচার্জে পাচ্ছেন অভাবনীয় সব অফার।

করোনাদুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে ‘নগদ’, যা যেকোনো এমএফএস-এর মধ্যে সর্বোচ্চ।

এর মাধ্যমে সরকারের ৪২৫ কোটি টাকা উপকারভোগীদের কাছে মুহূর্তে পৌঁছে দেবে রাষ্ট্রীয় সেবা নগদ। আর উপকারভোগীদের এই টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না।

এ ছাড়া তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দিতে সরকার যে প্রণোদনা প্রদান করেছে, সেই টাকা পেতে সম্প্রতি ১০ লাখেরও বেশি গ্রাহক নগদ অ্যাকাউন্ট খুলেছেন।