ব্যাংকক আটকে পড়া ৪৮ জনকে দেশে এনেছে ইউএস-বাংলা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাংকককে আটকে পড়া ৪৮ জনকে দেশে এনেছে ইউএস-বাংলা

ব্যাংকককে আটকে পড়া ৪৮ জনকে দেশে এনেছে ইউএস-বাংলা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা করাতে গিয়ে এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মরদেহ নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশেষ এই ফ্লাইটটি।

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলা এয়ারলাইনসই একমাত্র বাংলাদেশি এয়ারলাইনস যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইনসকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।