প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মেঘনা গ্রুপের ৫ কোটি টাকা অনুদান

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মেঘনা গ্রুপের অনুদানের চেক প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মেঘনা গ্রুপের অনুদানের চেক প্রদান

প্রাণঘাতী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কামাল। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অতীতের যেকোনো দুর্যোগের মতোই এবারের এই বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেঘনা গ্রুপ।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, যশোর, খুলনা ও শরীয়তপুর জেলা সহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রায় ২৫ হাজার প্যাকেট (প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবন) ভোগ্যপণ্য বিনামূল্যে সরবরাহ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।