ফ্লাইট বন্ধ করলো রিজেন্ট, কর্মীদের বিনা বেতনে ছুটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ করোনাভাইরাসের কারণে সব গন্তব্যে আগামী ৩ মাসের জন্য সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

রোববার (২২ মার্চ) বিকেলে রিজেন্ট এয়ারওয়েজের সিইও ইমরান আসিফ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এভিয়েশন ইন্ডাস্ট্রি সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে চলে এসেছে। আমরা ৩ মাস সময়কে গাইডলাইন হিসেবে ধরেছি।

তিনি আরও বলেন, যাত্রীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক রয়েছে। কর্মীদেরও তিন মাসের লিভ উইথআউট পে’র বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১০ সালের ১০ নভেম্বর। উড়োজাহাজ সংকটের কারণে এ বছরের জানুয়ারিতেই দুটি রুটের ফ্লাইট সাময়িক স্থগিতসহ ফ্লাইট সংখ্যা কমানোর ঘোষণা দেয় রিজেন্ট।