আবারো ডিএসই'র লেনদেন শুরুর সময় পেছাল

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কারিগরি ত্রুটির কারণে আবারো নির্ধারিত সময় পিছিয়ে ২টার পর শুরু হবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা বাস্তবায়নের জন্য এক ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার কথা ছিলো। তবে কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরু হবে দুপুর ২টার পর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ডিএসইর এক পরিচালক।

তিনি বলেন, সূচক এর সার্কিট ব্রেকারের কাজ করা হচ্ছে। পাশাপাশি ডিএসই'র কারিগরি ত্রুটির কাজ শেষ হলে দুপুর একটা থেকে ডিএসইর লেনদেন শুরু হবে।

এর আগে সকালে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সকাল সাড়ে ১০টার পরিবর্তে সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয়।