এক মাসের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশেষ বৈঠক, ছবি: বার্তা২৪.কম

পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশেষ বৈঠক, ছবি: বার্তা২৪.কম

বিপর্যস্ত পুঁজিবাজার ঠিক হতে আরো এক থেকে দেড় মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

তিনি বলেন, তফসিল ব্যাংকগুলো বিশেষ ফান্ড গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশেষ বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, সবগুলো ব্যাংকই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার থেকেই ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করবে। তবে সবাই যেন একসাথে বিনিয়োগ না করে সে বিষয়টি খেয়াল রাখা হবে। পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও মনিটরিং করা হবে।

ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, বিশেষ ফান্ড গঠনে আমরা উদ্যোগ নিয়েছি। তবে কিছু ক্ষেত্রে শর্ত শিথিলের কথা বলেছি।