বিডারদের ব্যাংক হিসাবে ওয়ালটনের ১৩২ কোটি টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতির পুঁজিবাজারে আসতে যাওয়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিডারদের ১৩১ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার ৬৭৫ টাকা বুধবারের (১১ মার্চ) মধ্য দেয়ার হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিডিংয়ে অংশগ্রহণ করে শেয়ার না পাওয়া যোগ্য বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিএফটিএনের এর মাধ্যমে ফেরত দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আইপিও এর মাধ্যমে শেয়ার ক্রয়ের লক্ষ্যে ২৩৮ জন যোগ্য বিনিয়োগকারী ইএসএস (ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেম) এর মাধ্যমে বিডিং এ অংশগ্রহণের জন্য নির্ধারিত পরিমাণ ফি পরিশোধ করে নিবন্ধিত হয়।

বিডিংয়ে নির্ধারিত সময়ে ২৩৩ জন বিনিয়োগকারী বিডিং এ অংশগ্রহণ করে। তারা মোট ১৯২ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৪৮০ টাকা আইপিও এর শেয়ার ক্রয়ের জন্য জমা দেয়। তারা বিডিং এর মাধ্যমে প্রাপ্ত মোট ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকার শেয়ার ক্রয় করবেন। ২২৩ জন যোগ্য বিনিয়োগকারীর অবশিষ্ট ১৩১ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার ৬৭৫ টাকা ফেরত দেয়ার চেষ্টা করা হবে।