পণ্যের মান নিয়ে আপস নেই: বিএসটিআই মহাপরিচালক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক/ছবি: বার্তা২৪.কম

গণশুনানিতে বিএসটিআই মহাপরিচালক/ছবি: বার্তা২৪.কম

পণ্যের মানের বিষয়ে ছোট-বড় কারো সঙ্গে কোনো আপস নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

সোমবার (৯ মার্চ) বিএসটিআই’র প্রধান কার্যালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে গণশুনানিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মহাপরিচালক বলেন, বিএসটিআই মোবাইল কোর্ট এবং সার্ভিল্যান্স টিমের মাধ্যমে নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আমরা কোম্পানিগুলোকে এরইমধ্যে লিখিতভাবে জানিয়েছি প্রতি তিন মাস পরপর কোম্পানির ল্যাবরেটরিতে পণ্যের পরীক্ষণ সনদ বিএসটিআইকে প্রদান করার জন্য। পণ্যের মানোন্নয়নে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ মনিটরিং জোরদার করার বিকল্প নেই।

গণশুনানিতে বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রাণ আরএফএল গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, রেকিড বেনকাইজার, ইউনিমেড ইউনিহেলথ লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআই’র সেবা অতীতের চেয়ে দ্রুততম সময়ে প্রদান করা হচ্ছে।

তবে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কিভাবে আরও কম সময়ে সেবা প্রদান করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিএসটিআইকে অনুরোধ জানান তারা।

তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস প্রদান করেন বিএসটিআই মহাপরিচালক।