রবির আইপিও’র আবেদন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রবির লোগো, ছবি: সংগৃহীত

রবির লোগো, ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের পর টেলিকম খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আবেদন করেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৮৭ কোটি ৭৪ লাখ কোটি টাকা সংগ্রহ করবে।

এ লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন জমা দিয়েছে রবি। সোমবার (২ মার্চ) কোম্পানির পক্ষ থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ আবেদন জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান। তিনি বলেন, নিয়ম অনুসারে আইপিওতে আসতে রবি আবেদন করেছে। 

আইপিওতে আসা রবির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এ দরে বাজারে ৩৮ কোটি ৭৮ লাখ শেয়ার ছাড়বে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইস্যু করা হবে ১৩ কোটি ৬১ লাখ শেয়ার। সব মিলিয়ে কোম্পানিটি ৫২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লেখ, গত ২১ ফেব্রুয়ারি রবির প্যারেন্ট কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ কুয়ালালামপুর স্টক এক্সচেঞ্জ ও দেশটির গণমাধ্যমকে তাদের সহযোগী প্রতিষ্ঠান রবি আজিয়াটার আইপিওতে যাওয়ার তথ্য জানায়।