ভরিতে ১১৬৬ টাকা বাড়ল সোনার দাম

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণ/ ছবি: সংগৃহীত

স্বর্ণ/ ছবি: সংগৃহীত

এক মাস ১৩ দিনের ব্যবধানে ভরি প্রতি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়ল। নতুন এই দাম বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে সোনার দাম বেড়েছে গত ৫ জানুয়ারি।

বিজ্ঞাপন

বৈশিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধির কারণে এ মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাজুস।

এর ফলে বুধবার থেকে দেশের বাজারে ভালো মানের সোনা কিনতে হবে ৬১ হাজার ৫২৭ টাকা ভরিতে।