স্বাধীনতার ৪৮বছর পর বঙ্গবন্ধুকে নিয়ে ডিএসইতে অনুষ্ঠান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা

রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা

স্বাধীনতার ৪৮বছর পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, ডিএসইতে রাজাকারদের সংখ্যা বেশি মনে হচ্ছে। না হলে স্বাধীনতার এতো বছর পর মুজিব বর্ষ পালন করা হচ্ছে। এখন রাজাকাররাও মুজিব কোট পড়ছেন। রাজাকাররা খোলস পাল্টাচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে।

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএসইর সদস্য ও জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, মুহাম্মাদ শফিকুর রহমান, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডিএসইর পরিচালক রকিবুর রহমান, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিক প্রমুখ।

এর আগে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।