বুধবার বাণিজ্য মেলা শুরু হবে ২ ঘণ্টা বিলম্বে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্য মেলার প্রবেশ পথ/ছবি: শাহরিয়ার তামিম

বাণিজ্য মেলার প্রবেশ পথ/ছবি: শাহরিয়ার তামিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিক ভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন। সেজন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে দুই ঘণ্টা বিলম্ব হবে।

মেলার কার্যক্রম প্রতিদিন শুরু হয় সকাল ১০টায়। কিন্তু মেলার ২২তম দিন কার্যক্রম শুরু হবে বেলা ১২টায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) মেলা আয়োজন কমিটি থেকে দর্শনার্থী ও স্টল মালিকসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশে মাইকিং করে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বার্তা২৪.কম-কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ই-পাসপোর্ট এর উদ্বোধন করবেন বিআইসিসিতে। সেজন্য সিকিউরিটির কথা চিন্তা করে মেলা কার্যক্রম দুই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। বেলা ১২টা থেকে মেলা যথারীতি চলবে।

বিজ্ঞাপন

এই নিয়ে তৃতীয়বার মতো মেলা কার্যক্রম পিছিয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।