গুজবের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার: অর্থমন্ত্রী

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

রিউমারের (গুজব) কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গুজবের মাধ্যমে ফায়দা হাসিলের রাস্তা বন্ধ করতে হবে। তাই প্রচলিত আইন শক্তভাবে পরিপালন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব আশাদুল ইসলাম, বিএসইসির কমিশনার ও ডিএসইর পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘কীভাবে বাজারকে আরও গতিশীল করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ডিএসই কিছু প্রস্তাব করেছে। বিএসইসির সুশাসন (কমপ্লাইন্স) একটু দুর্বল, এটা প্রতিষ্ঠা করতে হবে। আর গুজবের মাধ্যমে ফায়দা হাসিলের রাস্তা বন্ধ করার দাবিটিও আমরা বাস্তবায়ন করব।’

তিনি বলেন, ‘আরেকটা রিউমার হলো টাকার ডিভ্যালুয়েশন, আমরা টাকার ডিভ্যালুয়েশন করব না। আমাদের রেমিটেন্স খাত ডিভ্যালুয়েশন করার কথা বলা হয়েছিল। ডিসেম্বর মাসে রেমিটেন্স খাতে আমাদের গ্রোথ ৪০ শতাংশ। একটা মাসে একটা আইটেমে ৪০ শতাংশ গ্রোথ বাংলাদেশের ইতিহাস। এই রেকর্ড আর কেউ ব্রেক করতে পারবে না। এটা প্রমাণ স্বরূপ আনলাম এই কারণে এখানে আমরা টাকার ডিভ্যালুয়েশন করি নাই। শুধু এই খাতকে ২ শতাংশ ইনসেন্টিভ দিয়েছি। যার কারণে আমরা এই সক্ষমতা অর্জন করতে পেরেছি। সুতরাং কোনো খাতেই টাকার ডিভ্যালুয়েশন করার সম্ভাবনা নাই।’

মুস্তফা কামাল বলেন, ‘একটা দাবি তাদের ছিল যে, আমরা কিছু ট্যাক্স কেটে নেই। লেনদেনের ক্ষেত্রে সেই রেটটা আমরা কমাতে পারি কি না। আমরা তাদের বলেছি সেটা বিবেচনা করব। তাদের আরও দাবি ছিল, এক্সসেজ টু ব্যাংকিং ফাইন্যান্স। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে কোনো ক্লাইন্ট ব্যাংকে গিয়ে টাকা বড় করতে পারে, তেমনিভাবে পুঁজিবাজারে যারা ব্যবসা করে তারাও সেই সুযোগটা যেন পায়।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে দেশের কারো জন্যই রেস্ট্রিকশন নাই যে ব্যাংকে যেতে পারবে না, আমরা বলছি ব্যাংক আইনে অন্যরা যেভাবে লোন পায়, সুযোগ সুবিধা পায়, পুঁজিবাজারে যারা ব্যবসা করেন, তাদের জন্যও সেই সুযোগ-সুবিধা থাকবে। তবে সিকিউরিটি দিতে হবে।’

ভালো সরকারি শেয়ার বাজারে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাদের আশ্বস্ত করেছি, আমি এর উপর কাজ করছি, এটা করতে সময় লাগে। কিন্তু দিনক্ষণ দিয়ে বলতে পারব না কবে নিয়ে আসবে।’