ওয়ালটনের কাছে দুঃখপ্রকাশ অর্থমন্ত্রীর

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ওয়ালটনের কাছে দুঃখ প্রকাশ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অডিটরিয়ামে ‘মেড ইন বাংলাদেশ’ ওয়ালটন র‌্যাম উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ওয়ালটন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে আমার একটি জয়েন্টলি কোম্পানি ছিল। তখন আমরা ভালো টেলিভিশন বানাতাম। বিদেশেও রফতানি করতাম। তবে ওই সময় আমি একটি খারাপ কাজ করেছি। সেটি হলো, আমার কারখানাকে চালিয়ে নিতে আর ওয়ালটকে একটু দমিয়ে রাখার জন্য তৎকালীন এমডিসহ ৪০ জন শ্রমিককে নিয়ে আসি। এই কাজের জন্য ‘আই এম সরি’।

তিনি বলেন, আমি পরে ভাবলাম ব্যবসা তো একটা কম্পিটিশনের জায়গা। আমাকে তো সবকিছু পরিপূর্ণ করতে হবে। প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে।আমি যা করছি তা ভালো না।