আয়কর জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মাসের ৩০ তারিখ ছিলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর জমা দেয়ার শেষ দিন। কিন্তু পরপর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় একদিন সময় বাড়ালো এনবিআর।

পহেলা ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বিজ্ঞাপন

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মোমেন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমা দেয়ার শেষের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু শুক্রবার বন্ধ থাকবে এবং যথারীতি শনি ও রোববার ১লা ডিসেম্বর আয়কর জমা দিতে পারবেন গ্রাহকরা। এটা মূলত আয়কর প্রদানকারীদের সুবিধার কথা চিন্তা করে আমরা করেছি।

এর আগে হয়রানিমুক্ত আয়কর ও রিটার্ন দাখিলের জন্য সপ্তাহব্যাপী জাতীয় কর মেলার আয়োজন করে এনবিআর। এতে ২ হাজার ৬২৩ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়।