ঢাকা-কুয়ালালামপুরে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-কুয়ালালামপুরে রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।

বিজ্ঞাপন

অতিরিক্ত তিনটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে রাত ৮টায় এবং কুয়ালালামপুরে পৌঁছাবে রাত ২টায় এবং কুয়ালালামপুরে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে রাত ৩টায় এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৫টায়। এখানে উল্লেখ্য সময়গুলো স্থানীয় সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে কুয়ালালামপুর ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, ব্যাংকক, সিঙ্গাপুর, গুয়াংজু, দোহা, মাস্কাট রুটে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ সহ মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে।

বিস্তারিত তথ্য জানার জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস্ অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ- ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬।