আরও পুঁজি কমল সাড়ে ৭ হাজার কোটি টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নভেম্বরের প্রথম সপ্তাহে একটু উঁকি দিয়ে আবার দরপতনের ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। ফলে বিদায়ী সপ্তাহে তিনদিন দরপতন আর একদিন সূচকের উত্থান হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। নতুন করে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৪ হাজার ১৬০ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩২ টাকা। চট্টগ্রামের বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৩ হাজার ৬৪১ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য মতে, বর্তমানে দুই পুঁজিবাজারে ২৫ লাখ ৭২ হাজার বেনিফিশিয়ারি ওনার্সধারী (বিও) রয়েছে। আগের সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছিল সাড়ে ৬ হাজার কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকায় গত সপ্তাহের (১১-১৪ নভেম্বর) মোট চার কার্যদিবসে ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের কেনা বেচা হয়েছে। তাতে মোট ১ হাজার ৩৯৮ কোটি ১৮ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি টাকা ১২ লাখ ৬৯ হাজার টাকা। যা গত সপ্তাহের শতাংশের হিসেবে ১৬ দশমিক ৪৭ শতাংশ কম।

দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকায়। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৩৩৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকা।

লেনদেনের পাশাপাশি ডিএসইর তিনটি সূচকই কমেছে। এর মধ্যে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

এছাড়াও লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২২২টির, আর অপরিবর্তিত রয়েছে ২৭টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ২২১টির, কমেছিল ১১২টির, আর অপরিবর্তিত ছিল ২২টির।

অপর বাজার সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকা। লেনদেন হওয়া ২৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর তাতে সিএসইর প্রধান সূচক ১৫৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।