আরব আমিরাত থেকে আমদানি হচ্ছে ২৫ হাজার টন ইউরিয়া সার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে আরব আমিরাতের রোয়াসিস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ থেকে এ সার কেনা হচ্ছে। প্রথম লটে এ সার কিনতে ব্যয় হবে ৫৪ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা।

বিজ্ঞাপন

বুধবার (০৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৪তম ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, রোয়াসিস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই লাখ টন সার আমদানি করা হচ্ছে। দুই লাখ টনের মধ্যে বাকি এক লাখ ৭৫ হাজার টন ইউরিয়া সার নিরবচ্ছিন্নভাবে আমদানির জন্য লটভিত্তিক মূল্য ৫০ কোটি টাকার বেশি হলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেওয়া হয়েছে।