ভ্যাট নিবন্ধনের সময় বাড়ালো এনবিআর

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধনের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর আবেদনের প্রেক্ষিতে নতুন করে সময় বাড়ালো এনবিআর। পূর্বনির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে ভ্যাট নিবন্ধনের শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে নিবন্ধন করেছে ৮৩ হাজার ৪শ’ প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

নতুন করে এক মাস বাড়ানোর ফলে করদাতারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারবেন।

এনবিআর-এর চিঠিতে বলা হয়, এফবিসিসিআইসহ দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের অনুরোধে নিবন্ধন সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে করদাতারা নির্বিঘ্নে মাসিক রিটার্ন দাখিল, আমদানি-রফতানি ও টেন্ডারসহ অনান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ওই সময়ের মধ্যে অনলাইনে (www.vat.gov.bd) ভ্যাট নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

চিঠিতে করদাতাদের আহ্বান করে বলা হয়, আসুন সবাই মিলে অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়ে রাজস্ব সুরক্ষায় সরকারকে সহায়তা করি। ভ্যাট সংক্রান্ত যেকোন তথ্যের জন্য কল করুন ১৬৫৫৫ নম্বরে।