সোনারগাঁও টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

শেয়ার হোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার(৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসইর তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দশমিক ৯৩ টাকা। চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৪ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে কোম্পানিটি। রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ নভেম্বর। লভ্যাংশ বিতরণের শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী এই রেকর্ড ডেট নির্ধারণ করা করা হয়ে থাকে।