নগদের সঙ্গে ‘ক্লিকজো’র সমঝোতা স্মারক

  • নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা সংস্থা নগদের সঙ্গে ই-কমার্স মার্কেট প্লেস ‘ক্লিকজো’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নগদের হেড অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

এ চুক্তির মাধ্যমে ক্লিকজো নগদের সঙ্গে নিয়ে আসছে বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে সর্বপ্রথম ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ-ব্যাক অফার। এর মাধ্যমে ক্রেতারা ক্লিকজো থেকে যেকোন পণ্য কিনে হোম ডেলিভারিতে পণ্যের মূল্য পরিশোধ করে পাবেন নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক।

স্বাক্ষরিত চুক্তির অধীনে আগামী ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত কেনাকাটার ওপর ক্লিকজো দিচ্ছে ১৫ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত। ক্যাশব্যাক অফারটি ক্রেতারা উপভোগ করতে পারবেন নগদ একাউন্টের মাধ্যমে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ক্লিকজোর সিইও মোহাম্মদ শাফকাত আলম, অপারেশন্স ম্যানেজার মাহাদি হাসান, নগদের হেড অফ মার্কেটিং ডেভলাপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন্স সোলায়মান সুখন, হেড অফ বিজনেস সেল মোহাম্মদ সিহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ হেদায়াতুল বাশার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাশরুর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজি নিঝুম ফারুকি সহ প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা।