ব্যবসা বাড়াবে স্কয়ার ফার্মা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃপক্ষ। এজন্য মঙ্গলবার (২২ অক্টোবর) ২০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে ৮৭৮ কোটি টাকা কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্কয়ার ফার্মার ২০১৮-১৯ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬ দশমিক ০৩ টাকা। আর এ মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৪৯ শতাংশ (৪২ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস) হারে প্রতিটি শেয়ারে ৪ দশমিক ৯০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩০ দশমিক ৫৭ শতাংশ। আর বাকি ৬৯ দশমিক ৪৩ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।

১৯৯৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ১৬ দশমিক ০৩ টাকা হিসেবে মোট ১ হাজার ২৬৪ কোটি ৭৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ৪২ শতাংশ বা শেয়ারপ্রতি ৪ দশমিক ২০ টাকা হিসাবে মোট ৩৩১ কোটি ৩৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। অর্থাৎ মুনাফার ২৬ দশমিক ২০ শতাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করা হবে।

এদিকে ৭ শতাংশ বোনাস বা শেয়ারপ্রতি ০ দশমিক ৭০ টাকা হিসাবে ৫৫ কোটি ২৩ লাখ টাকা বা মুনাফার ৪ দশমিক ৩৭ শতাংশ দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৮৭৮ কোটি ১৭ লাখ টাকা বা ৬৯ দশমিক ৪৩ শতাংশ রিজার্ভে রাখা হবে।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ২৪ শতাংশ শেয়ার আর বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার। এছাড়াও ৩৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। ৭৮৯ কোটি ১ লাখ টাকা পরিশোধিত মূলধনের স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ৪ হাজার ৮২৯ কোটি ৫৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে।