পুঁজিবাজারে ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট, সিএসইএক্স ৫ পয়েন্ট

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ অক্টোবর) সূচক বেড়ে লেনদেন চলছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট।

বিজ্ঞাপন

এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ১৬ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১২ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৫০ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু স্টাফলারস, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনটেক অনলাইন, এইএমএল এলইসিএমএফ, জেনেক্সিল, কপারটেক এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১২৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১৩ হাজার ১০০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩২ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, ইনটেক অনলাইন, মুন্নু সিরামিকস, অ্যাপেক্স ফুড, ইন্ট্রাকো, কেয়া কসমেটিকস, ওসমানিয়া গ্লাস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।