বিনিয়োগকারীরা পুঁজি ফিরে পেলেন সাড়ে ১৪ হাজার কোটি টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন দিন উত্থান আর দু’দিন সূচক পতনের মধ্য দিয়ে গত সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে থেমে থেমে সাড়ে আট মাস ধরে চলা দরপতনের পর পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বিদায়ী সপ্তাহে মূলত বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের ফলে দুই পুঁজিবাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দামও বেড়েছে। আর তাতে বিনিয়োগাকারীদের মূলধন অর্থাৎ পুঁজি বাড়ল সাড়ে ১৪ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৭ হাজার ৫৬৪ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০৮ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৭ হাজার ৮৯ কোটি ৯৪ লাখ ৫ হাজার টাকা। অথচ অর্থমন্ত্রীর ঘোষণার পরও এর আগের সপ্তাহে ডিএসইর বিনিয়োগকারীদের পুঁজি কমেছিল ৪৪১ কোটি টাকার বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি অর্থমন্ত্রীর নেতৃত্বে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বৈঠকে পুঁজিবাজারের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার নির্দেশনার প্রেক্ষিতে রোববার (২২ সেপ্টেম্বর) বাজারে তারল্য সংকট কাটাতে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে অর্থের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোতে ‘ফোর্স সেল’ কমেছে এবং গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির সমঝোতা হচ্ছে এমন খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

তাতে গ্রামীণফোনের পাশাপাশি ব্রাক ব্যাংকসহ পুরো ব্যাংক খাতের শেয়ারে দাম বেড়েছে। এছাড়াও বেশ কিছু বড় বড় কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের শুরুতে অর্থাৎ রোববার ও সোমবার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। তবে তারপর দু’দিন পুঁজিবাজারে সূচক কমেছে। আবার সপ্তাহের শেষ দিন সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে ডিএসইর প্রধান সূচক ১১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার পয়েন্টে কাছাকাছি দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি গেল সপ্তাহে ডিএসইর অন্য দুই সূচকও বেড়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ৮৩টির, কমেছিল ২৩৯টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

আরো পড়ুন: পুঁজিবাজারে টাকা দে‌বে বাংলাদেশ ব্যাংক

দেশের অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক ৩২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৮৯টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিল ৭৯টির, কমেছিল ২০৩টির, আর অপরিবর্তিত ছিল ২৪ কোম্পানির শেয়ারের দাম। তাতে বিনিয়োগকারীরা সিএসইতে ১০৯ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৬১৪ টাকা লেনদেন করেছে।