সোনালি ব্যাগ উৎপাদনে বরাদ্দ ১০ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাট থেকে সোনালি ব্যাগ উৎপাদনে অধিকতর গবেষণার জন্য পরিবেশ ৯ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

রোববার (৭ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ পাটকল করপোরেশন প্রস্তাবিত এ প্রকল্পের মাধ্যমে পাট থেকে পচনশীল যৌগিক পলিমার তৈরি করে পরিবেশবান্ধব শপিং ব্যাগ ও মোড়কসহ দৈনন্দিন বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা হবে। পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পরিবেশবান্ধব উপাদান তৈরি করে অধিক কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করা হবে।

একইসাথে প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি উৎপাদন ও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করা হবে। 

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে একটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে এবং প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ক্রয় করা হবে।

ট্রাস্টি বোর্ডের সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল উপস্থিত ছিলেন|