চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ: বিশ্বব্যাংক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের হিসেবে বাংলাদেশে চলতি অর্থবছরে (২০১৮-২০১৯) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক তিন শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তুলনায় বিশ্বব্যাংক এতো কম প্রবৃদ্ধি ধরার কারণ হিসেবে দেখানো হয়েছে দেশে খেলাপি ঋণ অতিমাত্রায় বেড়ে যাওয়া, কর কাঠামো ও সরকারি আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা, দক্ষ জনশক্তির অভাব আর ব্যবসার খরচ না কমে আসা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংক অফিসে সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন ‘বাংলাদেশের অর্থনীতির চিত্র-২০১৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এর আগে গতকাল বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছরে (২০১৮-১৯) জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়। এডিবি বলছে, ব্যাপক ভোগ চাহিদা ও সরকারি বিনিয়োগের কারণে এই প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। এ ছাড়া রফতানি ‘পারফরম্যান্স’ প্রবৃদ্ধিতে বাড়তি অবদান রাখছে।

এদিকে বিবিএস-এর