৩ বছরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: অর্থমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী বছর থেকে ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে তিন বছরের মধ্যে এমপিওভুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটা তালিকা করছে। এ তালিকা সম্পূণ হলে আগামী বাজেট থেকে মোট নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বছর এক তৃতীয়াংশ এমপিওভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

এনইসিতে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সংগে প্রাক বাজেট আলোচনা শেষে এক প্রেস ব্রিফিং এ অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সাবেক পররাষ্ট মন্ত্রী ও বর্তমানে সাংসদ এ এইচ এম মাহমুদ আলী, সাংসদ সিমি হোসেন রিমি উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ভাল নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করছে। এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে ৪০ জন শিক্ষক আছে কিন্তু ছাত্র আছে মাত্র ৩০ জন। এটা খুব দুঃখজনক। এ প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে। এক্ষেত্রে নতুন ভ্যাট আইনে ভ্যাটের স্তর হবে তিনটি ৫, ৭, ১০। খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হবে। সেই সঙ্গে করপোরেট কর যতটা সম্ভব কমানো হবে।’

প্রস্তাবিত ভ্যাট আইন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে প্রস্তাবিত একক ১৫ শতাংশ ভ্যাট আর রাখা হচ্ছে না । এখন তিন স্তর বিশিষ্ট ভ্যাট আইন করা হবে । স্তরগুলো হচ্ছে ৫, ৭, ১০ শতাংশ। বর্তমানে সাত স্তর বিশিষ্ট ভ্যাট আছে।