ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান/ ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান/ ছবি: সংগৃহীত

চলতি বছরের দ্বিতীয় মাসে মজুরির হার বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি একটু বেড়েছে। গত বছর ফেব্রয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩১ শতাংশ, যা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ হয়েছে। গত জানুয়ারিতে এ হার ছিল ৫ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসেবে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ফেব্রয়ারি ২০১৯ সালে মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। তবে এ মাসেই মজুরি সূচক ৬ দশমিক ২১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। এতে মূল্যস্ফীতির হার বেড়ে গেলেও এ মাসের বেতন বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির তীব্রতা কিছুটা নমনীয় হবে।’