সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আসছে তপতী’স ফিওরেলা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারমিন আকতার তপতি, তপতী’স ফিওরেলা (Topotys fiorellaব্র্যান্ডের একজন গর্বিত মালিক – দীর্ঘ দশ বছর ধরে বাংলাদেশে তার গ্রাহকদের পছন্দ অনুযায়ী সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শাড়ি, জুয়েলারি এবং অন্যান্য দেশি-বিদেশি পোশাক সামগ্রী বাজারজাত করছে।

এই এন্টারপ্রাইজের লক্ষ্য হল আন্তর্জাতিক মানের দৈনিক পরিধান এবং বিক্রয় পরিষেবা প্রদান করা, নিজেকে একটি দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করা।

বিজ্ঞাপন

এই লক্ষ্যকে সামনে রেখে, তপতী’স ফিওরেলা (Topoty's fiorella) গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন শোরুম খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটির প্রাণকেন্দ্র উত্তারা তে অবস্থিত উত্তরা স্কয়ার শপিং মলে।

ব্র্যান্ডটি নতুন শাখা উদ্বোধন এর মাধ্যমে তার সমস্ত গ্রাহকদের সেবা সম্প্রসারণ করতে আরও প্রতিশ্রুতিবদ্ধ। এই উত্তরা শাখা যুক্ত হওয়ার ফলে, তপতী’স ফিওরেলা (Topoty's fiorella) গ্রাহকদের কাছে এখন আরও বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য একটি নাম।

বিজ্ঞাপন

উত্তরা শাখা উদ্বোধন উপলক্ষে তপতী’স ফিওরেলা (Topotys fiorella), উত্তরা স্কয়ার শপিং মল, ২য় তলা, দোকান ৩১৬, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা, এই শাখার গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এবং সব পণ্যের ওপর বিশেষ ছাড়।