শেয়ার বাজার তৃতীয় প্রান্তিক: ইবিএলের আয় কমেছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেয়ার বাজার তৃতীয় প্রান্তিক: ইবিএলের আয় কমেছে

শেয়ার বাজার তৃতীয় প্রান্তিক: ইবিএলের আয় কমেছে

চলতি বছরের তৃতীয় প্রান্তিক জুলাই- সেপ্টেম্বর ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে ১ টাকা ৪ পয়সা হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা। তবে বছরের প্রথম তিন প্রান্তিক মিলে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৩ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে ইবিএলর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৪ পয়সা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি দুর্বল ব্যাংবকে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ঋণ দেওয়া হয়েছে। সবল ব্যাংকগুলো বিশেষ ব্যবস্থায় এই ঋণ দিয়েছে। ঋণ দেওয়া ব্যাংকগুলোর মধ্যে ইবিএলও রয়েছে। এই ব্যবস্থার আওতায় গ্লোবাল ইসলাম ব্যাংককে ২৫ কোটি টাকা দিয়েছে ইবিএল।

বিজ্ঞাপন