বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুসনে আরা শিখা। ছবি: সংগৃহীত

হুসনে আরা শিখা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। একই সঙ্গে দুজন সহকারী মুখপাত্র করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদেরকে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে দিয়ে হুসনে আরা শিখা মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন। ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন নতুন এই মুখপাত্র।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে হুসনে আরা শিখাকে মনোনীত করা হয়। একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেয়া হয়।