বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল

চলমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংস্থাটি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশে সংঘটিত ঘটনাবলির দিকে নজর রাখছে। দেশটিতে সংঘটিত সংঘর্ষে শত শত মানুষ নিহত ও আহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে আইএমএফ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হয়েছেন। এ পরিস্থিতির মধ্যে আইএমএফ দেশটির জনগণের পাশে থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

আইএমএফের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা বাংলাদেশ ও এর জনগণের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার যে প্রচেষ্টা, তাকে আমরা সমর্থন করি।

গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। আগামীতেও বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের ঋণের ওপর বাংলাদেশের পরিস্থিতি কী প্রভাব ফেলতে পারে, তা তারা খতিয়ে দেখছে। তবে দেশটির উন্নয়নের ক্ষেত্রে তাদের অঙ্গীকার আগের মতোই আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে বাংলাদেশকে ২৮৫ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক।