ইউনিয়ন ব্যাংকের ‘ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা’ শীর্ষক প্রচারণা অনুষ্ঠিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর যশোর শাখায় ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীঁর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাতক্ষিরা শাখার প্রধান মোহাম্মদ ফিরোজ হায়দার, যশোর শাখার প্রধান মোঃ বাবর আলী, খুলনা শাখার প্রধান মো. আবদুল্লাহ আল মামুন, কুষ্ঠিয়া শাখার প্রধান মোঃ জাকির হোসাইন এবং খাজুরা বাজার শাখার প্রধান সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রান্তিক শ্রেণীর পেশাজীবিগণ। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন এর গুরুত্ব, ব্যবহার ও উপকারিতা, আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ের উপকারিতা সংক্রান্ত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।