বেনাপোল বন্দর দিয়ে ৫ ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ থাকার পর চালু

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পচনশীল পণ্য আমদানি বাণিজ্যে অনিয়ম ও হয়রানির প্রতিবাদে বেনাপোল বন্দরে ৫ ঘণ্টা আমদানি-রফতানি বন্ধ ছিল।

শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কর্মবিরতি ডেকে আমদানি বাণিজ্যে বন্ধ করে দেয় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। পরে দুই পক্ষের মধ্যে সমঝতামূলক আলোচনায় বিকাল ৪টায় পুনরায় বাণিজ্যে স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এদিকে বাণিজ্যে বন্ধ হয়ে পড়ায় সকালে দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক ট্রাক আটকা পড়ে। বিকেলে ধর্মঘট প্রত্যাহারে আটকে থাকা পণ্য বন্দরে প্রবেশ করে।

আমদানিকারক উজ্বল বিশ্বাস জানান, আমদানিকারকদের সমস্যা নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়রছে। তারা দ্রুত পণ্যবাহি ট্রাক পাঠাতে সহযোগিতার আশ্বাস দিলে ধর্মঘট তুলে নেওয়া হয়। বিকাল থেকে স্বাভাবিক নিয়মে কাজ শুরু হয়েছে বন্দরে।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা আজিজ খান আমদানি-রফতানি সচলের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের সধ্যে ফলপ্রসু আলোচনায় বাণিজ্যে স্বাভাবিক হয়েছে।