এনআরবি ব্যাংকের এমডির পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ পদত্যাগ করেছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন।

গত ২১ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে মামুন মাহমুদ শাহ জানিয়েছেন, কিছু ব্যক্তিগত কারণে চাকরি অব্যাহত রাখতে পারছেন না।

বিজ্ঞাপন

এর আগে গত বছর চার ব্যাংকের এমডি পদত্যাগ করেছিলেন। তাদের মধ্যে উদ্যোগী হয়ে তিনজন এমডিকে নিজ পদে ফিরিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে মামুন মাহমুদ শাহ বলেন, ব্যাংকে কাজ করে স্বস্তি পাচ্ছিলাম না। ভালোও লাগছে না। তাই আমি গত ২১ জানুয়ারি পদত্যাগ করেছি। পর্ষদ তা গ্রহণ করেছে।

এনআরবি ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী বর্তমানে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।