বিদেশে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।

সোমবার (২৫ ডিসেম্বর) ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

এতে আরও বলা হয়, 'প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। দেশে ডলার সংকট চলমান থাকায় এমন ঘটনা ঘটলো।