প্রাইম ব্যাংক পিএলসি ও হেলথকেয়ার গ্লোবাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে ভারতের অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার গ্লোবাল সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

বিজ্ঞাপন

হেলথকেয়ার গ্লোবাল ক্যান্সার কেয়ার, টারশিয়ারী কেয়ার, আনফার্টিলিটি কেয়ার, অ্যাডভান্স স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করে।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেবিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সমগ্র ভারত জুড়ে হেলথকেয়ার গ্লোবাল এর বিভিন্ন শাখার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা ছাড়াও ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে ফ্রি ভার্চুয়াল কনসালটেশন, টেলি-কনসাল্টিং সার্ভিস এবং ডাক্তারদের দ্বারা চিকিৎসা পরামর্শ, রোগী এবং এটেনডেন্টসদের জন্য স্বল্প মূল্যে গেস্ট হাউসে থাকার সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং হেলথকেয়ার গ্লোবাল–এর ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, সংকেত অরোরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও প্রায়োরিটি ব্যাংকিং-এর প্রধান তামান্না কাদেরী এবং হেলথকেয়ার গ্লোবাল এর এসোসিয়েট ম্যানেজার, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, বিপুল বিশ্বাস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।