পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধের সিদ্ধান্ত হয়নি: কেন্দ্রীয় ব্যাংক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

শরিয়াহভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন সেবা বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (১৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি পত্রিকায় শরিয়াহভিত্তিক পরিচালিত কয়েকটি ইসলামী ব্যাংককে ক্লিয়ারিং হাইজ বা নিকাশ ঘর থেকে বিরত বা বিচ্ছিন্ন রাখার খবরের বিষয়ে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘর পরিচালিত হয় পেমেন্ট সিস্টেমস বিভাগের তত্ত্বাবধানে এবং পেমেন্ট সিস্টেমস বিভাগ হতে এধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকে সকল বাণিজ্যিক ব্যাংকসমূহের চলতি ক্লিয়ারিং সেটেলমেন্ট ছাড়াও অন্যান্য সকল ধরনের লেনদেন যেমন সরকারি সিকিউরিটিজ, কলমানি ইত্যাদি লেনদেন সম্পন্ন হয়। ফলে দিন শেষে যেকোনো স্থিতি ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে বিডি ম্যানুয়াল ১৯৪৫ এ বর্ণিত নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলো দিন শেষ বা পরবর্তীতে সমন্বয় করে থাকে। এটি একটি চলমান এবং নিয়মিত প্রক্রিয়া যা বহুদিন থেকেই অনুসৃত হয়ে আসছে।