ফের বাড়ল নীতি সুদহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে আনার চেষ্টার কথা জানিয়েছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় আবারও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত মুদ্রানীতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পলিসি রেট দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। পলিসি রেট তথা ওভারনাইট রেপো সুদহার অবিলম্বে কার্যকর হবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।

এর আগে, চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছিল।