টানা দরপতনে শেয়ারবাজার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। প্রায় সব খাতের বেশিরভাগ কোম্পানির দরপতনে কমেছে সব মূল্য সূচক। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৪ দশমিক ৪১ পয়েন্ট হারিয়েছে। গতকালও এ সূচকটি হারিয়েছিল ১৬ দশমিক ১৬ পয়েন্ট। আর গত তিন কার্য দিবসে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ৩২ পয়েন্ট। আজ টানা তৃতীয় দিনের পতন শেষে ‘ডিএসই এক্স’ স্থির হয়েছে ৬ হাজার ২২৬ পয়েন্টে।

বিজ্ঞাপন

প্রধান সূচকের সঙ্গে কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই মূল্য সূচকও। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ আজ ৪ দশমিক ৮২ পয়েন্ট হারিয়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ কমেছে ২ দশমিক ৭১ পয়েন্ট।

সূচকের নিম্নমুখী প্রবণতার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনও সামান্য কমেছে। সোমবার এক্সচেঞ্জটিতে ২৯৪ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১৭ কোটি ২৫ লাখ ১৯ হাজার ১২৩ টি শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। এ হিসেবে একদিনের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ১১ কোটি টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার দরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ১২৪ টির। বিপরীতে মাত্র ১৯ কোম্পানির শেয়ারের দাম আজ বৃদ্ধি পেয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন আর্থিক প্রতিষ্ঠান, কাগজ ও মুদ্রণ, টেলিকমিউনিকেশন, সিরামিকস, পাট, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ খাতের কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়েনি। মিউচুয়াল ফান্ড এবং কর্পোরেট বন্ডেরও কোনো ফান্ড বা বন্ডের ইউনিটের দাম আজ বৃদ্ধি পায়নি।

পুঁজিবাজারের মন্দার দিনে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের। একদিনে কোম্পানিটির ৫০ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের চার কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৮৭১ টি শেয়ার হাতবদল হয়েছে।

আজ হাতেগোনা যে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে লোকসানি ওয়াইম্যাক্স ইলেক্টোড লিমিটেড। দুই বছর ধরে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ারের দাম আজ ১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর পতন হওয়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে ১০ টাকা বা ৯ দশমিক ২৩ শতাংশ।

এদিকে সোমবার দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ২৫ দশমিক ৬৮ পয়েন্ট হারিয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১৩২ প্রতিষ্ঠানের ৬ কোটি ২৭ লাখ ২৯ হাজার ৭৫৭ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ১৯ টির, কমেছে ৬৬ টির। বাকি ৪৭ কোম্পানির শেয়ারের দাম আজ অপরিবর্তিত ছিল।