কৈলাশটিলা-২ ওয়ার্কওভার, মিলবে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

কৈলাশটিলা-২ নম্বর কূপের ওয়ার্কওভার সফল হয়েছে। শিগগিরই এই কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নসরুল হামিদ।

সোমবার (১৩ নভেম্বর) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এমন তথ্য দাবী করেছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী লিখেছেন, দেশের জ্বালানি খাতের জন্য আরও একটি সু-খবর নিয়ে এলো পেট্রোবাংলার অধীন সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। কোম্পানিটি সফলভাবে ওয়ার্কওভার করে গ্যাসস্তরের সন্ধান পেয়েছে। ওই কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে। গ্যাসের বর্তমান বাজার মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য প্রায় ৩৬০০ কোটি টাকা।

এছাড়াও এই কূপ থেকে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেছেন, সময়ের ক্ষেত্রে প্রকল্পটি নতুন রেকর্ড করতে যাচ্ছে। গত জানুয়ারি মাসের ২৯ তারিখে অনুমোদন হয়েছে, জুলাই মাসের ১ তারিখে ফিল্ডে কাজ শুরু হয়। ২০২১ সালের ৮ আগস্ট থেকে কূপটির উৎপাদন বন্ধ রয়েছে।