সূচকের পতনে চলছে লেনদেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পতন দিয়েই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস শুরু করেছে দেশের শেয়ার বাজার। সোমবার (১৩ নভেম্বর) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। দিনের শুরুতে বিমা খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসইএক্স' ১ দশমিক ৩১ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' কমেছে ১ দশমিক ৭০ পয়েন্ট ৷ আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এই সময়ে ৩ দশমিক ৮৬ পয়েন্ট হারিয়েছে।

বিজ্ঞাপন

লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে ৫ কোটি ৫৫ লাখ ৩১ হাজার ৩৩০ টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা। এখন পর্যন্ত এক্সচেঞ্জটিতে ২৫৯ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির শেয়ারের, কমেছে ৬৬ টির। বাকি ১১৩ প্রতিষ্ঠানের শেয়ার দর এখনো অপরিবর্তিত রয়েছে।

দিনের শুরুতে বিমা খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। লেনদেনে অংশ নেয়া এ খাতে ৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির শেয়ারদরই বেড়েছে। কমেছে ৫ কোম্পানির শেয়ার দর। বাকি বিমা প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।