শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) লেনদেন শুরুর এক ঘণ্টার মধ্যে ১২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, এদিন বেলা ১১টায় প্রধান সূচক 'ডিএসই এক্স' ৩ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। একই সঙ্গে শরীয়াহ সূচক 'ডিএসই এস' কমেছে দশমিক ৬৭ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত 'ডিএস ৩০' সূচকে ১ দশমিক ৯৯ পয়েন্ট যোগ হয়েছে।

বেলা সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ২২৫ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন চলছে। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৩টির। বাকি ৯৪ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

দিনের শুরুতেই লেনেদেনে দাপট দেখাচ্ছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের প্রথম ঘণ্টায় কোম্পানিটির ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।