ফটিকছড়িতে চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স। ছবি: বার্তা২৪

চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স। ছবি: বার্তা২৪

চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এর ফলে চা সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা চা উৎপাদনের নানাদিক সম্পর্কে সাম্যক ধারণা অর্জন করতে সক্ষম হন।

সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ির বিটিআরআই উপকেন্দ্রে দুই দিনব্যাপী চা আবাদ বিষয়ক এই বার্ষিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রুহুল আমিন এবং বাংলাদেশীয় চা সংসদ চট্টগ্রাম ব্র্যাঞ্চ এর ব্র্যাঞ্চ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগারের উদ্বোধন। ছবি: বার্তা২৪

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চা বোর্ডের চেয়ারম্যান উপকেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞান গবেষনাগারটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি উপকেন্দ্রের নার্সারী, বীজবাড়ি, শ্রমিক আবাসনব্যবস্থাও পরিদর্শন করেন।

উল্লেখ্য, উক্ত বার্ষিক প্রশিক্ষণ কোর্সে বিটিআরআই এর চা বিজ্ঞানী, বিভিন্ন বাগান হতে সিনিয়র প্লান্টার্সবৃন্দ, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক ও নতুন উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক কোর্সটিতে চট্টগ্রাম অঞ্চলের ১৭টি চা বাগান হতে ৪০জন প্রশিক্ষণার্থী চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ গ্রহন করেন।