চাকরিজীবীর স্ত্রী বা স্বামী আজীবন পেনশন সুবিধা পা‌বেন!

  • আসিফ শওকত কল্লোল, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবী মারা গেলে তার স্বামী  বা স্ত্রী আজীবন পেনশন সুবিধা পাবেন। আগে ১৫ বছর পর্যন্ত পেনশন দেওয়া হ‌তো। তবে এক্ষেত্রে স্বামী বা স্ত্রী দ্বিতীয় বিবাহ কর‌তে পার‌বেন না। দ্বিতীয় বিবাহ কর‌লে এ সুবিধা পাবেন না।

বুধবার (১৫ নভেম্বর)  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

প্রজ্ঞাপ‌নে বলা হয়ে‌ছে, পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে আগের প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হলো। অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন পাবেন।

মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্যতা সংক্রান্ত প্রজ্ঞাপন পড়‌তে এখা‌নে ক্লিক করুন।