হয়ে গেল ‘স্বপ্ন’-এর গুলশান ১ শাখার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

৭ বছরে পা রাখলো গুলশান ১ নাম্বারে অবস্থিত দেশের নাম্বার ওয়ান সুপারশপ ‘স্বপ্ন’

৭ বছরে পা রাখলো গুলশান ১ নাম্বারে অবস্থিত দেশের নাম্বার ওয়ান সুপারশপ ‘স্বপ্ন’

২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার। এই দিনে ৭ বছরে পা রাখলো গুলশান ১ নাম্বারে অবস্থিত দেশের নাম্বার ওয়ান সুপারশপ ‘স্বপ্ন’-এর এই শাখাটি। গ্রাহকদের পছন্দের তালিকায় থাকা এই আউটলেটটি ২০১৫ সালে যাত্রা শুরু করেছিল।

বৃহস্পতিবার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল গ্রাহক ও স্বপ্নকর্মীদের মাঝে দারুণ এক আনন্দঘন সময়। রং বেরং-এর বেলুন দিয়ে সাজানো হয়েছিল পুরো আউটলেট প্রাঙ্গন। মনোমুগ্ধকর এক পরিবেশে আউটলেটের পক্ষ থেকে প্রবেশপথে গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

দুপুর ১টায় আউটলেটে হাজির হান স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির (Sabbir Hasan Nasir)। গুলশান ১ শাখার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। কেক কাটার সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন’র হেড অব অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল -Saiful alam Rasel ( Head of retail admitistion), হেড অব বিজনেস ডেভলপমেন্ট এহসান মাহবুব (Eshan mahabub ( Head Of business Development), সিনিয়র রিজিওনাল অপারেশন ম্যানেজার কামরুজ্জামান স্বাধীন (Kamruzzaman shadhin (Snr. Regional operation Manager), রিজওনাল অপারেশন ম্যানেজার আশরাফুল ইসলাম (Ashraful Islam, Regional Head Of Operation), হেড অব বিজনেস (পিঅ্যান্ডপি)-এর সৈয়দ মমতাজ উদ্দিন Sayed montaz uddin ( Head of business PNP), হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট নুরুল হাসান রুপক (Nurul Hasan Rupok (Head of inventory & cash management) , হেড অব কাস্টমার একুইজিশন এস.এন.নাজনীন (S. N. Naznin, Head of Customer Acquisition), মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী (Shah Md Rijvi Rony, Head of HR), গুলশান ১ শাখার আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, জুয়েল হাসান সহ অনেকে। আউটলেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ দশজন গ্রাহকদের হাতে আলাদাভাবে পুরস্কারও তুলে দেয়া হয়।