দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৯ জানুয়ারি) সবচেয়ে বেশি দরপতন হয়েছে শ্যামপুর সুগার মিলস।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ শেয়ারটির দর ৭ টাকা ১০ পয়সা বা ৭.৯২ শতাংশ কমেছে। এতে কোম্পানিটি দরপতনের শীর্ষে চলে আসে।

বিজ্ঞাপন

কোম্পানিটি সর্বশেষ ৮২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৯১ বারে ২৪ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৮৩ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ড স্টিলের দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৭.৫৭ শতাংশ।

দরপতনের তালিকার ১০ কোম্পানির মধ্যে রয়েছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, এনভয় টেক্সটাইল, সী পার্ল বীচ, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।